আমাদের ভারত, নদিয়া, ২২ জুলাই: নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার কালিপুর এলাকায় এক বৃদ্ধার বাড়িতে ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা। জানাগেছে, বৃদ্ধা একাই থাকতেন বাড়িতে, তাঁর ছেলে কর্মসূত্রে বিদেশে থাকে। গতকাল সন্ধে সাতটা নাগাদ বাড়িতে তালা দিয়ে তিনি বাড়ির বাইরে কাজে যান। আজ সকালে ফিরে এসে তিনি দেখতে পান, বাড়ির গ্রিলের তালা ভাঙ্গা এবং আলমারির লকার খোলা। পরিবার সূত্রে জানাগেছে, চুরি হয়েছে নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও সোনা-রুপোর গয়না।
খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় চোরেরা সহজেই চুরি করে পালাতে সক্ষম হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনায় তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।