Arjun Singh, Suvendu, অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি বোমা, আহত সাংসদ, তোপ শুভেন্দুর

আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ অক্টোবর: শুক্রবার সাতসকালে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানো ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল জগদ্দলের মেঘনা মোড় এলাকা। ঘটনায় আহত প্রাক্তন সাংসদ সহ তার নিরাপত্তা রক্ষী।

সূত্রের খবর অনুযায়ী শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাসভবন এর সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় হঠাৎই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ও বোম চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই সঙ্গে অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। অভিযোগ, ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতার ছেলে নমিত সিং ও তার দলবল এই ঘটনা ঘটিয়েছে।

অর্জুন সিং এর অভিযোগ, তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত চলছে আর তাই এই ঘটনা ঘটানো হয়েছে। তাঁর দাবি, পুলিশের সামনে এই গোটা ঘটনা ঘটলেও কোনও সদর্থক ভূমিকা পালন করেনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। দলীয় নেতৃত্বকে জানানোর বিষয়ে তার স্পষ্ট বক্তব্য, বিজেপির উচ্চ নেতৃত্বকে জানিয়ে কোনও লাভ নেই, যা লড়াই করার নিজেদের করতে হবে। মানুষকে পাশে নিয়ে লড়াই করতে হবে।”

এই ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে মেঘনা মোড় এলাকায়। ঘিরে রাখা হয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি।

এই ঘটনায়, হামলার ভিডিও-সহ তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “আজ সকালে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পার্টির সাথে যুক্ত বড় গুন্ডা এবং বিরোধীরা উত্তর ২৪ পরগণা জেলার ভাটপাড়ায় বিজেপির সিনিয়র নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে হামলা চালায়। তারা বোমা ছোঁড়ে। যথারীতি পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে, অপরাধীদের আটকাতেও তেমন কিছু করেনি। এই জঘন্য অপরাধের জন্য অপরাধীদের শনাক্ত করতে এবং গ্রেফতারের জন্য ভিডিও ফুটেজই যথেষ্ট। আমি আশা করি রাজ্য পুলিশের মহানির্দেশক অন্তত এই দুর্বৃত্তদের ধরার জন্য এই দৃশ্য ব্যবহার করার চেষ্টা করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *