স্বরূপ দত্ত, আমার ভারত, উত্তর দিনাজপুর, ২০ জুন:
উত্তর দিনাজপুর জেলার চোপড়ার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা বুলেট ডাক পেলো সর্বভারতীয় এক বেসরকারি বাংলা চ্যানেলের সঙ্গীত রিয়্যালিটি শোতে। রবিবার ওই শোয়ের মেগা অডিশন পর্বে গান গেয়ে সকলের প্রশংসা কুড়িয়েছে বুলেট।
চোপড়ার সুভাষনগরের বাসিন্দা বুলেটের আসল নাম বিমান সরকার। কিন্তু বন্ধুদের কাছে বুলেট বি-ওয়ান নামেই পরিচিত সে। পিতা বিশ্বনাথ সরকার প্রাক্তন সেনা কর্মী। প্রথাগত সঙ্গীত শিক্ষা না থাকলেও গানের প্রতি ভালোবাসা থেকেই যোগদান এই প্রতিযোগীতায়। বিভিন্ন ধাপ পেরিয়ে মেগা অডিশনে শোয়ের বিচারক হিসেবে থাকা দেশের তাবড় তাবড় শিল্পীদের সামনে পারফর্ম করে প্রশংসা কুড়িয়েছে বুলেট। রবিবার তার পর্বটি সম্প্রচারিত হতেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পরিচিত জনেরা। সোমবার দুদিনের জন্য বাড়িতে এসেছিলেন বুলেট। তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের পাশাপাশি প্রতিবেশী পরিজনেরাও।