জয়দেব লাহা, দুর্গাপুর, ২৬ মার্চ: বুদবুদে শুরু হল দুদিনের ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতা। শনিবার বিকেলে বুদবুদ মহাকালী স্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন গলসীর বিধায়ক নেপাল ঘরুই। এছাড়াও উপস্থিত ছিলেন গলসী-১ নং পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি অনুপ চ্যাটার্জি, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মহঃ জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০১১ সালে বুদবুদে ক্যারাটে অ্যাকাডেমি তৈরী হয়। অ্যাকাডেমির সম্পাদক জয়ন্ত গুপ্তা বলেন,
“সোটোকান ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ এবারে ৩৩ তম। মোট ৪টি বিভাগে ৭১০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। শনিবার দিনরাত প্রতিযোগিতা চলবে। রবিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোট ৬০ জন বিচারক রয়েছেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকদের গোল্ড, সিলভার ও ব্রোন্জ পদকের সঙ্গে মেমোন্ট দেওয়া হবে।