আমাদের ভারত, হুগলী, ২৯ আগস্ট: লকডাউনের বাজারে এখন ইন্টারনেটের ব্যবহার অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষ ঘরে বসে নেট দেখছে। এই অবস্থায় বিভিন্ন কোম্পানি সেই গ্রাহকদের ধরতে ব্যস্ত, কিন্তু বিএসএনএলের গ্রাহক সেখানে কমছে। তার কর্মীরা বেতন পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে বেতন বন্ধ আছে ঠিকা শ্রমিকদের। এবার বেতনের দাবিতে আন্দোলনে নামলেন ঠিকা শ্রমিকরা।
দীর্ঘ ষোলো মাস ধরে বেতন না পেয়ে এবার আন্দোলনে বিএসএনএল–এর ঠিকা শ্রমিকরা। বিএসএনএল–এর বিভিন্ন ডিভিসনে কাজ করেন কয়েক হাজার ঠিকা শ্রমিক। হুগলীর চূঁচুড়া ও চন্দননগর ডিভিসনে এরকম সাড়ে চার হাজার শ্রমিক রয়েছেন। গত ষোলো মাস ধরে তারা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। এমনিতেই লকডাউনের বাজারে ইন্টারনেটের চাহিদা বেশী, বেসরকারী সংস্থাগুলো যখন এই বাজার ধরে রাখতে প্রাণপাত করছে তখন কেন্দ্রীয় সরকারের সংস্থা হওয়া সত্বেও বিএসএনএল সম্পূর্ণ নীরব। গ্রাহক সংখ্যা কমতে কমতে একেবারে তলানিতে। বন্ধ হয়েছে কর্মীদের বেতনও।লকডাউনের বাজারে তাই এবার নিজেদের সংসার বাঁচতে এবার রাস্তায় নামতে বাধ্য হলেন ঠিকা শ্রমিকরা। চন্দননগর ও চুঁচুড়ার বিএসএনএল অফিসের সামনে তাদের এই টানা অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। দাবি পুরন না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে তাঁরা জানিয়েছেন।


