জে মাহাতো, আমাদের ভারত, ২৩ আগস্ট: মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফের পোস্ট ফারজি পাড়া ১৪১ নং ব্যাটালিয়ান বাংলাদেশ থেকে পদ্মা নদী দিয়ে ভারতে পাচার হওয়া ৬০০ কেজি ইলিশ মাছ আটক করেছে। বিএসএফের গোয়েন্দা বিভাগের কাছ থেকে খবর পেয়ে সীমান্ত ফাঁড়ি চারভদ্রার কোম্পানি কমান্ডার এবং বর্ডার ফাঁড়ি ফারজিপাড়া পোস্ট কমান্ডার একটি বিশেষ দল পাঠায় সীমান্ত ফাঁড়ি ফারজি পাড়া অঞ্চলে, আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে।
নদীতে দ্রুত বোট নিয়ে সন্দেহ জনক স্থানের দিকে এগিয়ে যায় দলটি। বিএসএফের দল দূর থেকে চার-পাঁচজন লোককে কাটা পাটের বান্ডিল তৈরি করে বাঁশের খুঁটি দিয়ে সেগুলিকে ভারতে নিয়ে আসতে দেখতে পায়। বিএসএফের স্পিড বোটটি দেখেই ৪-৫ জন চোরাচালানকারী নদীতে লাফ দিয়ে তারা আশপাশের পাট চাষের জমির মধ্যে লুকিয়ে পালাতে সক্ষম হয়। টহল দল যখন কাটা পাটের বান্ডিলগুলি জল থেকে টেনে তা বের করে, তখন তার নীচের বস্তাগুলিতে মাছ পাওয়া যায়। বস্তাতে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে আনা ৬০০ কেজি ইলিশ মাছকে আটক করতে সফল হয় বিএসএফ।

