সায়ন ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ২০ মার্চ:
নয় কোটি টাকার সোনা উদ্ধার হল উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্ত সংলগ্ন বনগাঁ থানার ঘোনার মাঠ এলাকা থেকে। বিএসএফের গোয়েন্দা শাখার দেওয়া খবরের ভিত্তিতে ৬৪ নম্বর ব্যাটেলিয়নের হরিদাসপুর ক্যাম্পের জওয়ান ও ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স কলকাতা শাখার আধিকারিকদের যৌথ উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। ৭ পাচারকারী সহ উদ্ধার হয় ২১কেজি ১১ গ্রাম সোনা ও বাংলাদেশি ২ লক্ষ ৬৫ হাজার টাকা। উদ্ধার হওয়া সোনার বাজার দর আনুমানিক প্রায় ৯ কোটি টাকা।
বিএসএফ কর্তারা জানিয়েছেন, এদিন রাত সাড়ে ৮টা নাগাদ খবর আসে, বাংলাদেশ থেকে সোনার বিস্কুট ঢুকবে এ দেশে। সেই মতো জওয়ানরা ওত পেতে ছিলেন। পৌনে ৯টা নাগাদ তাঁরা দেখতে পান, স্থানীয় পেট্রাপোল সীমান্ত সংলগ্ন বনগাঁ থানার ঘোনার মাঠ এলাকা দিয়ে কয়েকজন যুবক আসছে। জওয়ানেরা পিছু নিতেই তারা পাশের খেতের মধ্যে ঢুকে পড়ে। জওয়ানেরা তাদের তাড়া করে ধরে ফেলে। শনিবার ধৃতদের বনগাঁ থানার হাতে তুলে দেয়।
পেট্রাপোল সীমান্ত ও সংলগ্ন এলাকা দিয়ে সোনার বিস্কুট পাচার হওয়াটা নতুন কোনও ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে বিএসএফ ও শুল্ক দফতরের হাতে বাংলাদেশ থেকে বিস্কুট আনার সময় বেশ কিছু পাচারকারী ধরা পড়েছে। সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত কয়েক জনকেও গ্রেফতার করা হয়েছে। কখনও সাইকেলের টায়ারের মধ্যে করে, কখনও বা পায়ু ছিদ্রের মধ্যে করেও বিস্কুট পাচারের চেষ্টা হয়েছে। পাচারকারীদের কাছে পেট্রাপোল কার্যত নিরাপদ করিডরে পরিণত হয়েছে। দুবাই থেকে ঢাকা হয়ে বিস্কুট এ দেশে ঢুকছে বলে জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বনগাঁ থেকে বিস্কুট কলকাতার বড়বাজার-সহ নানা এলাকায় ছড়িয়ে পড়ছে। ধৃতদের এদিন বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন৷