সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ অক্টোবর: ফের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল সোনার বিস্কুট। আজ ফের তিন কোটি ২৬ লক্ষ টাকার সোনা উদ্ধার করল বিএসএফ। গ্রেফতার এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভারত- বাংলাদেশ সীমান্তের পিপলি গ্রামে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনা গাইঘাটা সীমান্ত এলাকার বিএসএফের ১৫৮ নং ব্যাটেলিয়ানের পিপলি সীমান্ত চৌকির কর্তব্যরত জওয়ানরা পিপলি গ্রামের এক পাচারকারীর বাড়িতে হানা দিয়ে এই বিপুল টাকার সোনা উদ্ধার করে বিএসএফ।
জানা গিয়েছে, ওই পাচারকারীর নাম দিলীপ অধিকারী। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি হাঁড়ির মধ্য থেকে ৫৫ টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার ওজন ৬৪১৫.৫৩০ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ৯৭০ টাকা। পরবর্তীতে ধৃত ও উদ্ধার হওয়া সোনার বিস্কুট পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হয়।