বিএসএফের গুলিতে খতম ৫ অনুপ্রবেশকারী, দিল্লিতে বানচাল বড় নাশকতার ছক, ধৃত ১ জঙ্গি

আমাদের ভারত,২২ আগস্ট: পাঞ্জাব সীমান্তে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের সময় ৫ জনকে গুলি করে মারল বিএসএফ জওয়ানরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। অন্যদিকে দিল্লিতে এক বড়সড় নাশকতার ছক বানচাল করেছে দিল্লি পুলিশ স্পেশাল সেল। সন্দেহভাজন এক আইসিস জঙ্গিকে বিস্ফোরক সহ গ্রেফতার করেছে পুলিশ।

পাঞ্জাবের তরন তারণে শনিবার সকালে বিএসএফের গুলিতে খতম হয়েছে ৫ অনুপ্রবেশকারী। সীমান্তরক্ষী বাহিনী তরফ এই খবর নিশ্চিত করা হয়েছে। বিএসএফের ১০৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত পাহারা দিচ্ছিলেন। সেই সময় দেখতে তারা দেখতে পান পাক ভূখণ্ড থেকে কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা বিএসএফ জওয়ানদের দেখে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা জবাব দেয় বিএসএফ জওয়ানরা। অনুপ্রবেশকারীরা ভারতের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে গুলি চালায় জওয়ানরা।

পরে পাঁচটি দেহ উদ্ধার করে বিএসএফ। ঘটনার পর তল্লাশি অভিযান চলছে সেখানে। দেখার চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের দিকে আর কেউ লুকিয়ে রয়েছে কিনা। গত কয়েকদিন ধরেই খবর ছিল পাকিস্তান থেকে অনুপ্রবেশ হতে পারে। সেই মতো সীমান্ত এলাকায় জাওয়ানদের সতর্ক করা হয়েছিল। গত তিন মাসে এ নিয়ে সাতবার পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা হলো বলে জানিয়েছে বিএসএফ।

অন্যদিকে দিল্লিতে বড়সড় নাশকতার ছক বানচাল করেছে দিল্লি পুলিশের স্পেশল সেল। এনকাউন্টারের আইসিস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। তার কাছ থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে।

গভীর রাতে দিল্লির ধোলা কোয়া এলাকায় পুলিশের বিশেষ দলের সঙ্গে এনকাউন্টার হয়ে যুবকের। শেষপর্যন্ত গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে দুটি ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে। সেগুলি প্রেসার কুকার এর মধ্যে রাখা ছিল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *