স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৪ ডিসেম্বর: ১৯৭১ সালের ইন্দো-পাক যুদ্ধ ও প্রতিবেশী বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিবেশী বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সীমান্ত এলাকার বাসিন্দাদের সাথে সীমা সুরক্ষা বলের নিবিড় যোগাযোগ রক্ষা করার পাশাপাশি দেশের সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে মঙ্গলবার ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল পৌঁছলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। এদিন রায়গঞ্জ হয়ে মৈত্রী সাইকেল র্যালিটি ইটাহারের বিধিবাড়ি উল্কা ক্লাবের মাঠে পৌছায়।
সেখানে গ্রামের সাধারণ মানুষ ও ছাত্র ছাত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে ছবিও তোলেন বিএসএফের আধিকারিকরা। কিছুক্ষন বিশ্রাম নেওয়ার পর মালদহের উদেশ্যে রওনা হয় র্যালিটি। বিএসএফ সূত্রে জানা গেছে, র্যালিটি দুদিন আগে শিলিগুড়ি থেকে শুরু হয়েছে, আগামী ১৯শে ডিসেম্বর পেট্রাপোল হয়ে কলকাতা পৌঁছোবে। দুই অফিসার সহ সীমা সুরক্ষা বাহিনীর মহিলা ও পুরুষ কর্মীরা এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ও সুসম্পর্ক বজায় রাখতে এই সাইকেল র্যালি বলে জানান বিএসএফ আধিকারিক অজয় কুমার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমা সুরক্ষা বলের জিতেন্দ্র সিং, টিম ক্যাপ্টেন সন্তোষ কুমার সহ অন্যান্য আধিকারিকরা।