আমাদের ভারত, হাবড়া, ২৫ ফেব্রুয়ারি: শ্যালকের বৌকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগণার হাবড়া থানার সোনাকানিয়া এলাকার। শ্যালকের স্ত্রী মিমি ঘোষের অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে পলাশ মজুমদার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পলাশ তাঁর শ্যালকের স্ত্রীকে উত্যক্ত করছিল। এমনকি কু-প্রস্তবও দেয় বলে অভিযোগ। এদিন সন্ধ্যায় মিমি নিজের বাড়িতে যাচ্ছিল। সেই সময় পলাশ তাঁর ওড়না টেনে ধরে। মিমি প্রতিবাদ করতে গেলে তাঁকে কু-প্রস্তাব দেয় বলে অভিযোগ। এরপর মিমি হাবড়া থানায় পলাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ পলাশকে গ্রেফতার করে। মিমি ঘোষ জানিয়েছে, বেশ কয়েক মাস ধরে মিমির স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আদালতে ডিভোর্সের মামলা চলছে। সেই সুযোগ নিয়ে পলাশ তাঁকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানি করে বলে দাবি মিমির। ধৃতকে মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হয়।