আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ মে: পরকীয়ার জেরে মৃত্যু হল ভাসুর ও ভাতৃবধূর। এগরা থানার এরেন্দাতে দুটি ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে গ্রামে চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীরা আজ সকালে দেখতে পান গোবিন্দ বেরা(৩৫) নিজের বাড়িতে এক মহিলার সঙ্গে গামছা দিয়ে ফাঁসিতে ঝুলছে। মহিলার নাম লক্ষী সেনাপতি। বয়স আনুমানিক(২৪)। বাড়ি কাঁথি থানার মাজনা কাপাসদা গ্রামে। স্বামীর নাম বাসুদেব সেনাপতি। মৃতা মহিলা গোবিন্দের মাসির ছেলের স্ত্রী। সম্পর্কে ভাইয়ের বউ।
গোবিন্দ বেরার প্রতিবেশীদের অনুমান এই অবৈধ সম্পর্ক পরিবারে জানাজানি হওয়ার ফলে অশান্তি তৈরি হয়। তার ফলেই দুজনে একসঙ্গে আত্মঘাতী হওয়ার চিন্তা ভাবনা করে। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।