সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৬ জানুয়ারি: মদ্যপ ভাইকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ট্যাংরার ক্রিস্টোফার রোড এলাকায়। মৃত যুবকের নাম অপু দাস (৪০) বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে খবর, সোমবার বাড়িতে মদ খেয়ে এসে মাতলামি করছিল অপু। এরপর তাঁর জ্যেঠতুতো দাদা প্রবীর দাস তাঁকে বাঁশ দিয়ে পেটায়। এলাকার লোকেরা বাধা দিতে এলে তাঁদের এটা পারিবারিক বিষয় বলে চলে যেতে বলা হয়। এরপর মঙ্গলবার সন্ধেবেলায় ঘর থেকে অপুর মৃতদেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। এরপর পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
ময়নাতদন্তে উঠে এসেছে যে, অপুর পেটে প্রচুর পরিমাণে অ্যালকোহল পাওয়া গিয়েছে। দেহে রয়েছে একাধিক ক্ষতের দাগ। এরপর তাঁর মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখানো হয়। প্রথমে অভিযোগ না নিলেও পরে পুলিশ চাপে পড়ে অভিযোগ নেয়। এদিকে এই ঘটনার পর থেকে অপুর জ্যেঠতুতো দাদা প্রবীর দাস পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি প্রবীরের মা এবং শাশুড়িকে আটক করা হয়েছে।