গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৬ সেপ্টেম্বর: কাগজপত্র সহ ড্রেনের ধারে একটি ভাঙ্গা আলমারি পড়ে থাকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি গোঘাট থানার ভাদুর অঞ্চলের চকনেতাই এলাকার।
জানাগেছে, রবিবারে ভোরে এলাকার মানুষ রাস্তার পাশে একটি ভাঙ্গা আলমারি পড়ে থাকতে দেখে। ঘটনার খবর পেয়ে বহু মানুষ ভিড় জমায় এলাকায়। এরপর গোঘাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আলমারিটি উদ্ধার করে নিয়ে যায়। জানাগেছে, ওই আলমারির মধ্যে কিছু কাগজপত্র ও কিছু জিনিসপত্র ছিল। কে বা কারা এই আলমারিটি রাতের অন্ধকারে ফেলে গেছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

