Bob Blackman, হাতে গীতা নিয়ে শপথ নিলেন ব্রিটিশ সাংসদ, কেন?

আমাদের ভারত, ১১ জুলাই: না ভারতে নয়, ব্রিটিশ সাংসদ হাতে গীতা নিয়ে শপথ নিলেন ব্রিটিশ পার্লামেন্টে। না তিনি কোনো ভারতীয় বংশোদ্ভূত বা হিন্দু ধর্মাবলম্বী নন। তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী এক ব্রিটিশ নাগরিক। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টি সংসদ বব ব্ল্যাকমেন ভগবত গীতা হাতে শপথ নেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছেন।

শপথ নেওয়ার সময় তার এক হাতে ছিল গীতা, আরেক হাতে ছিল বাইবেল। এবার ক্ষমতা দখল করতে পারেনি কনজারভেটিভ পার্টি। এককথায় ধসে পড়েছে তাদের জনসমর্থন। কিন্তু সেই সময়ও নিজের আসন থেকে জিতেছেন কনজারভেটিভ পার্টির বব ব্ল্যাক ম্যান।

সদ্য সমাপ্ত নির্বাচনে হ্যারো ইস্ট কনস্টিটিউন্সি থেকে গতবারের মতো এবারও জিতেছেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত না হয়েও, হিন্দু ধর্মাবলম্বী না হয়েও ভগবত গীতা হাতে শপথ গ্রহণ করায় তাকে নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে।

যদিও এটা প্রথম নয়। বব ব্ল্যাকম্যান গীতা হাতে শপথ নিয়েছেন তা নয়, ২০১৯ সালের জয়ের পরেও গীতা হাতে শপথ নিয়েছিলেন তিনি। যেখান থেকে তিনি জেতেন সেই এলাকায় ভালো সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী ভোটার রয়েছে। সম্ভবত সেই কথা মাথায় রেখেই বব ব্ল্যাক ম্যান এমনটা করেন বলেও মনে করা হচ্ছে।

শপথ গ্রহণের ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বব। সেখানে তিনি লিখেছেন, নির্বাচনে জিতে সংসদে ফিরে কিং জেমস বাইবেল ধরে রাজা চার্লসেরর নামে এবং ভগবত গীতার নামে শপথ গ্রহণ অত্যন্ত গর্বের বিষয়।

সাম্প্রতিক একটি উল্লেখযোগ্য কমিটিতেও রয়েছেন বব ব্ল্যাক ম্যান। ঋষি সুলাকের পরে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব কে দেবে সেটাই বাছাই করবে যে কমিটি সেখানে তিনি আছেন। সম্প্রতি ব্রিটেনে হয়ে যাওয়া নির্বাচনে শোচনীয়ভাবে হেরেছে কনজারভেটিভ পার্টি। মোট ৬৫০টি আসনের মধ্যে লেবার পার্টি ৪১১টি আসন ও কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *