আমাদের ভারত, ১০ সেপ্টেম্বর: “২০২৬- এর নির্বাচনে মমতাকে ফিরিয়ে আনা এখন ডীপস্টেটের প্রাথমিক লক্ষ্য। তারপরে চিকেনস্ নেকে অশান্তি এবং সম্পূর্ণ করিডর দখল করে ঠিক কাশ্মীরের মত পরিস্থিতি তৈরি করা। তৈরি থাকুন বঙ্গবাসী।” বুধবার সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন জাতিয়তাবাদী নেতা দেবতনু ভট্টাচার্য।
এদিন তিনি লিখেছেন, “ডীপস্টেটের দখলে বাংলাদেশ আর নেপাল। মাঝখানে চিকেনস্ নেক, উত্তর পূর্ব ভারতকে অবশিষ্ট ভারতের সাথে যুক্ত রেখেছে এই ছোট্ট করিডর। সিস্টেম্যাটিক মাইগ্রেসনের মাধ্যমে এই করিডরের জনচরিত্র বদলে ফেলা হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ, ক্ষেত্র প্রস্তুত।”

