অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ সেপ্টেম্বর: ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের ঝাড়াগেরিয়াতে বৃহস্পতিবার দুপুরে কংসাবতীর ব্রিজ ভেঙ্গে ঢুকে গেল আস্ত একটি মোরাম বোঝাই ডাম্পার। অল্পের জন্য প্রাণে বাঁচল চালক ও খালাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝাড়াগেরিয়াতে বিপদজনক সেতুর ওপর দিয়ে ওভারলোডিং গাড়ি যাওয়া নিষিদ্ধ থাকলেও প্রশাসনের নজর এড়িয়ে এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে চলছিল ওভারলোডিং গাড়ি। আর তার ফলেই আজ দুপুরে ব্রিজ ভেঙ্গে নীচে পড়ল একটি মোরাম বোঝাই ডাম্পার। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঝাড়গ্রাম থানার পুলিশ। রাধানগর অঞ্চলের ঝাড়াগেরিয়া গ্রামে এই ব্রিজ ভেঙ্গে পড়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হল ঝাড়গ্রাম থেকে জামবনি যাওয়ার এই রাস্তার। যার ফলে সমস্যার মধ্যে গ্রামবাসীরা।

