স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ২৮ ফেব্রুয়ারি: বৌভাতের দিনেই মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন নবদম্পতি। নদিয়ার রানাঘাট পাইকপাড়ার বাসিন্দা রোহান দাস। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোহান বাবুর সঙ্গে গত মঙ্গলবার বিবাহ হয় যাদবপুর নিবাসী অদিতির।বৃহস্পতিবার ছিল তাদের বৌভাতের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মাঝেই মরণোত্তর দেহদান করেন তারা।নবদম্পতির এই উদ্যোগে উৎসাহিত হয়ে অনুষ্ঠান বাড়িতে উপস্থিত আরো আঠারো জন দেহদান করেন। মরণোত্তর দেহদানের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষ যাতে আরো বেশি করে সচেতন হয়, সে কারণেই এই উদ্যোগ বলে জানান নবদম্পতি।