আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: কাঁথির রামনগরে বিজেপির পথযাত্রার উপরে ইঁটবৃষ্টি তৃণমূল কর্মীদের বলে অভিযোগ বিজেপির। এই ঘটনায় আহত হয়েছে বহু বিজেপি কর্মী। আহতদের মধ্যে ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী। প্রতিবাদে রামনগরে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা।
বিজেপির দলীয় কর্মী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে আজ কাঁথির রামনগরের লালুপুল থেকে দেপাল পর্যন্ত পদযাত্রার আয়োজন করে বিজেপি এই পদযাত্রা রামনগর কলেজ মোড় পর্যন্ত এসে ফিরে যাওয়ার সময় পেছন থেকে ইটবৃষ্টি করা হয় বলে বিজেপির অভিযোগ। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, তাদের মিছিলের উপরে তৃণমূলের কর্মী-সমর্থকরা ইঁটবৃষ্টি করে। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মী। আহতদের মধ্যে ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
বিজেপির কাঁথি জেলার সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী জানান, তৃণমূলের হার্মাদ বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। পরিকল্পনামাফিক তাদের মিছিলের উপর আক্রমণ করা হয়েছে। এই ঘটনায় যুক্ত দোষীদের শাস্তির দাবিতে তারা জেলাজুড়ে পথ অবরোধে নামবেন এবং যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ এই পথ অবরোধ চালিয়ে যাবেন তারা।
বিজেপি কর্মীরা লালুপুলে ফিরে গিয়ে রামনগর এগরা রাস্তায় পথ অবরোধে বসেন। প্রায় ৪৫ মিনিট অবরোধ চলার পরে পুলিশের হস্তক্ষেপে দোষীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি পেলে অবরোধ ওঠে।