পিন্টু কুন্ডু, দক্ষিণ দিনাজপুর, ২২ ডিসেম্বর: স্বাধীনতার ৭৩ বছর পরেও গ্রামীণ উন্নয়ন থেকে বঞ্চিত খোদ মন্ত্রী বাচ্চু হাঁসদার খাসতালুক তপনের চামটা কুড়ি। বেহাল রাস্তার কারণে একের পর এক বিয়ের সম্বন্ধ ভাঙছে গ্রামের ছেলে মেয়েদের। পঞ্চায়েত থেকে জেলাপরিষদ, মন্ত্রী থেকে জেলাশাসক কাউকেই জানিয়ে মেলেনি ফল। সোমবার এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রায় পাঁচ ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। সপ্তাহের শুরুতে সকাল থেকে এমন বিক্ষোভ অবরোধের জেরে চরম নাকাল হয়েছেন সাধারণ মানুষ। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের চামটাকুড়ি এলাকার এমন ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে তপন থানার ওসি ও বিডিও এলাকায় পৌঁছাতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে মোটরবাইকে চেপে গ্রামবাসীদের পরিস্থিতি প্রত্যক্ষ করেন তপনের বিডিও মাসুদ করিম শেখ। পরে অবশ্য বিডিওর আশ্বাসেই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।
তপনের চামটাকুড়ি এলাকার সুন্দরী মোড় থেকে মহাদেবপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার কাঁচা রাস্তা। যা চলাচলের একেবারেই অযোগ্য। স্বাধীনতার ৭৩ বছর পরেও পাকা রাস্তার স্বাদ পাননি এলাকার মালপাড়া, ধুন্ধিপাড়া, মদনপুর, মহাদেবপুরের মতো চারটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। দীর্ঘ বেহাল রাস্তার জেরে গ্রামের প্রত্যেক বাসিন্দাকেই চরম হয়রানির শিকার হতে হয়। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা আরও কঠিন হয়ে দাঁড়ায়। শিশুরা যেমন স্কুলে যাতায়াত করতে পারে না তেমনি প্রসূতি মহিলা অসুস্থ রোগী সহ অন্যান্যদের তাদের গন্তব্যে পৌঁছাতে কালঘাম ছোটার জোগাড় হয়। সমস্যায় পড়তে হয় এলাকার তিনটি আইসিডিএসের কর্মী থেকে শুরু করে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও। সবচাইতে অবাক করা বিষয় রাস্তার কারণে ওই চারটি গ্রামের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের সাথে সকলেই বিয়ের সম্বন্ধ থেকে পিছিয়ে আসছেন বলে অভিযোগ গ্রামবাসীদের। খারাপ রাস্তার কারণে সেখানে আত্মীয়তার সম্পর্ক থেকে মুখ ফিরিয়েছেন অনেকেই। এমন বিষয়গুলি জানিয়ে স্থানীয় পঞ্চায়েত স্তর থেকে ব্লক প্রশাসনকে একাধিকবার জানিও কোনি কাজ না হওয়ায় এদিন পথ অবরোধে সামিল হন বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় ছুটে যান তপন ব্লকের বিডিও মাসুদ করিম শেখ এবং তপন থানার ওসি সৎকার সংবো। চামটাকুড়ি এলাকায় তাদের গাড়িও আটকে দেয় বিক্ষোভকারীরা। একপ্রকার বাধ্য হয়েই মোটরবাইকে করে গ্রামবাসীদের করুন পরিস্থিতির ঘটনা প্রত্যক্ষ করেন ২ সরকারি আধিকারিক। হাতের কাছে আধিকারিকদের পেয়ে রাস্তার জন্য ছেলে-মেয়েদের বিয়ের সম্বন্ধ না হবার বিষয়টি তুলে ধরেন গ্রামবাসীরা।
গ্রামের বাসিন্দা লাল বানু বিবি, পরিতোষ মহন্ত এবং এক স্কুলছাত্রী রোজিনা খাতুন জানিয়েছেন, বেহাল রাস্তার কারণে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। গ্রামের ছেলে মেয়েদের সাথে বিয়ের সম্বন্ধ করতে চাইছে না কেউই। অসুস্থ রোগী থেকে প্রসূতি মহিলা এমনকি ছাত্র-ছাত্রী সকলকেই যাতায়াতের জন্য সমস্যায় পড়ছেন। রাস্তার জন্য স্কুলে যেতেন পারেন না অনেকেই। তাই এক প্রকার বাধ্য হয়েই রাস্তা আটকে বিক্ষোভে নেমেছেন।
তপন ব্লকের বিডিও মাসুদ করিম শেখ জানিয়েছেন, বেহাল রাস্তার কারণে গ্রামবাসীদের সমস্যার বিষয়টি চাক্ষুষ করেছেন। ব্লক বা পঞ্চায়েত স্তর থেকে এত বড় রাস্তা করা সম্ভব নয়। ফলে নির্দিষ্ট স্তরে আলোচনা করে বাসিন্দাদের সমস্যা যাতে সমাধান করা যায় তার চেষ্টা করবেন তিনি।