আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৯ সেপ্টেম্বর: প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা লোকসভায় পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। বুধবারই বহরমপুর থেকে দিল্লি যাওয়ার জন্য কলকাতায় যান তিনি। কলকাতায় পৌঁছনো পরই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অধীর রঞ্জন চৌধুরী কে প্রদেশ কংগ্রেস সভাপতি দায়িত্ব তুলে দিয়ে চিঠি পাঠান বলে জানাগেছে। এই নিয়ে দ্বিতীয় বারের জন্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন অধীর চৌধুরী। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে ছিলেন। এবার একই সঙ্গে লোকসভা এবং রাজ্যের দায়িত্ব সামলাবেন তিনি।