রাত পোহালেই মুখোমুখি মহারণে ব্রাজিল-আর্জেন্টিনা, জেনে নিন কিছু পরিসংখ্যান

আমাদের ভারত, ১০ জুলাই:

🏆 🕠 ১১ই জুলাই, রবিবার ভোর ৫টা ৩০ মিনিট

(🇮🇳) ⚽ ব্রাজিল 🇧🇷 বনাম আর্জেন্টিনা

🇦🇷 🖋️ তার আগে একটু পরিসংখ্যান ঘেঁটে নেওয়া যাক

📢 ১৪ বছর পর আবার কোপা আমেরিকায় ফাইনালে মুখোমুখি

📛 ১০ বার ফাইনালের মধ্য ৮ বার জয় আর্জেন্টিনা ২ বার ব্রাজিল

📛 ২০০৭ সালে শেষবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা, সেবার ব্রাজিল ৩-০ গোলের জয় পায়।

📛 ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও ব্রাজিল আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দেয়।

📛 ২টি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং ৫টি বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটায় কোপা আমেরিকায় এগিয়ে আর্জেন্টিনা।

📛 এখন পর্যন্ত ১৪বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল।

📛 তবে টুর্নামেন্ট বা প্রতিযোগিতামূলক ম্যাচে ১০৫ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে ৪১ বার জয় পেয়েছে ব্রাজিল, ৩৮টি ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে ২৬টি ম্যাচ ড্র হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *