আরামবাগে দুঃস্থদের পাশে দাঁড়াল ব্রতচারী মণ্ডলী

গোপাল রায়, আরামবাগ, ৩১ মার্চ: লকডাউনে সমস্যায় পড়ে থাকা দুঃস্থ মানুষদের ও সাধারণ মানুষজনদের পাশে দাঁড়ালো আরামবাগে ব্রতচারী মন্ডলী। প্রতিটি পরিবারের হাতে দুই কিলো মুড়ি, বিস্কুটের প্যাকেট সহ সাবান বিতরণ করলেন সংস্থার সদস্যরা। মঙ্গলবার তাঁরা প্রায় দুইশো দিনমজুর, সাধারণ মানুষের মধ্যে এই জিনিসপত্র বিতরণ করলেন।

আজ আরামবাগের বলরামপুর এলাকায় তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে জিনিসপত্র তুলে দেন। ছিলেন আরামবাগ আরামবাগ ব্রতচারী মন্ডলীর সভাপতি দীপক রায়, সম্পাদক জয়দেব রায়, সিমান মালিক, আশাবুদ্দিন, বিল্টু রায়।

ব্রতচারী মন্ডলীর সভাপতি দীপক রায় বলেন, দুস্থমানুষজন যারা লকডাউনের জেরে বাড়ি থেকে বের হতে পারছে না তাদের মুড়ি বিস্কুট সাবান দেওয়া হল।

অন্যদিকে নন্দনপুর এলাকায় চাল আলু তেল বিতরণ করল আরামবাগের বিশিষ্ট ব্যবসায়ী কুতুবউদ্দিন। এদিন আড়াইশো দুস্থ মানুষজনের হাতে খাদ্য সামগ্রী হাতে তুলে দেন কুতুবউদ্দিন। কুতুব উদ্দিন বলেন, আমি মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুবই খুশি। আমার যতটুকু সাধ্য আছে তাই নিয়েই মানুষের পাশে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *