আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হল শ্রীশ্রী ব্রহ্মা বারোয়ারি উৎসব ২০২০। ব্রহ্মার পুজো ঘিরে এই উৎসব। প্রতি ১২ বছর অন্তর এই পুজো করা হয়। তমলুকের ব্রহ্মা বারোয়ারি ব্যবসায়ী সমিতি এই উৎসব পরিচালনা করেন। আজ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১৩ তারিখ পর্যন্ত। পুজো ছাড়াও এই কদিন চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা।
ব্রহ্মা পুজো হলেও একই সঙ্গে আরো অন্যান্য অনেক দেবদেবীর পূজা করা হয় এই মণ্ডপে। মন্ডপ সংলগ্ন স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও মেলা বসেছে তমলুকের রাজ ময়দানে। পুজোমণ্ডপ ছাড়াও এলাকা সাজানো হয়েছে চন্দননগরের আলোতে। গতকাল এই মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। সব মিলিয়ে একটা উৎসবের পরিবেশে মুখরিত এলাকা।
আজ এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তমলুক রামকৃষ্ণ মিশনের মহারাজ নির্মোহানন্দজী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন, ভাইস চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।