ছেলে মেয়ে একসাথে বসে ক্লাস করা বিপদজনক! দাবি কেরল মুসলিম লিগের নেতার

আমাদের ভারত, ২১ আগস্ট: লিঙ্গনিরপেক্ষ পড়াশোনা নাকি বিপদজনক। একটি ক্লাসে ছেলে এবং মেয়েরা একসঙ্গে বসলে পড়াশোনার ব্যাঘাত ঘটবে। এমনটাই দাবি করেছেন কেরলের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাধারণ সম্পাদক এম এ সালামের।

কেরল সরকারের লিঙ্গনিরপেক্ষ পড়াশোনার বিধিকে এক হাত নিয়ে তিনি বলেছেন, এটা বিপদজনক। ছেলে এবং মেয়েদের ক্লাসে একসঙ্গে বসার দরকারটাই বা কি? ওদের এরকম সুযোগ করে দেওয়ার জন্য আপনারাই বা জোর করছেন কেন? এতে শুধুই সমস্যা বাড়বে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে।

তিনি বলেন, “লিঙ্গ নিরপেক্ষতা কোনো ধর্মীয় বিষয় নয়। এটা নৈতিক বিষয়। আমি এই বিষয়ে উদারতার পরিপন্থী। এখন লিঙ্গনিরপেক্ষ ইউনিফর্ম সরকারের তরফে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, কেরলের শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের স্কুলগুলিতে লিঙ্গনিরপেক্ষ ইউনিফর্মের কথা এখনো চিন্তা ভাবনা স্তরে রয়েছে। ইসলামী সংগঠনগুলির মধ্যে বিতর্ক সৃষ্টি হলেও রাজ্য সরকারের বেশকিছু স্কুলে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে লিঙ্গ নিরপেক্ষ ইউনিফর্ম চালু করা হয়েছে। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা সেটাকে সাদরে গ্রহণ করেছেন।

কেরল সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের সমস্ত বালিকা বিদ্যালয় এবং ছেলেদের স্কুলগুলিকে কো- এডুকেশন অর্থাৎ ছেলে ও মেয়েদের সহশিক্ষা স্কুলে পরিণত করা হবে। ইতিমধ্যে ২১টি স্কুলকে মিশ্র স্কুলে পরিণত করা হয়েছে। সেই প্রেক্ষিতেই সালামের এই মন্তব্যে বিতর্ক তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *