সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৬ অক্টোবর: করোনা আবহে লকডাউনের জেরে কাজ হারিয়েছে প্রেমিক। আর্থিক অনটনে চলছে তাঁর পরিবার। আর সে কারণেই বিয়েতে প্রত্যাখ্যান প্রেমিকার। বাধ্য হয়ে প্রেমিকার বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসলেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার এজি কলোনিতে।
ওই যুবক ব্যারাকপুরের বাসিন্দা, সোমনাথ মণ্ডল।
সোমনাথ জানিয়েছেন, প্রায় ১০ বছর আগে ফেসবুকে পরিচয়। ফেসবুকে হাই-হ্যালো থেকে গভীর সম্পর্কে আবদ্ধ হয় দুজনে। কিন্তু প্রেমিক বলেন, দীর্ঘদিন লকডাউনে সে কাজ হারিয়েছে। আর সেই কারণেই আর্থিক অনটনে ভুগচ্ছেন। তাই অন্য পাত্রের সঙ্গে বিয়ে দেয়ার চিন্তাভাবনা করছেন প্রেমিকার বাবা। এদিন প্ল্যাকার্ডে ও প্রেমিকার ছবি নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেন সোমনাথ।
সোমনাথ বলেন, সম্প্রতি মেয়েটি তার সঙ্গে যোগাযোগ রাখে না। প্রেমিকের ধর্না দেখে বাড়িতে তালা মেরে অন্যথা চলে যায় প্রেমিকা সহ তার পরিবার। প্রেমিক জানান, যতদিন পর্যন্ত আমার সঙ্গে বিয়ে দিতে রাজি না হচ্ছে ততদিন পর্যন্ত আমার এই ধর্না চলবে।