পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ১৭ ফেব্রুয়ারি: ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে ইলেকট্রিক পোলে বেঁধে পেটালো গ্রামবাসীরা। শুক্রবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় কুমারগঞ্জ ব্লকের দিওড় গ্রাম পঞ্চায়েতের আমরুল বাড়ি গ্রামে। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে উত্তেজিতদের হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তি বিহারের বাসিন্দা। এদিন যার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ। তবে ধৃত ওই ব্যক্তির বেশকিছু অসঙ্গতিপূর্ণ কথাবার্তা কিছুটা সন্দেহ বাড়িয়েছে পুলিশেরও।
জানাগেছে, এদিন দুপুরে কুমারগঞ্জের দিওর গ্রাম পঞ্চায়েতের আমরুল বাড়ি গ্রামে স্থানীয় এক বাসিন্দার ঘরের ভেতর ঢুকে পড়েছিল বিহারের বাসিন্দা অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। শুধু তাই নয়, ঘরের ভেতর থেকে চাকু দেখিয়ে একটি শিশুকে বাইরে বের করতে আনতে উদ্যত হয় ধৃত ওই ব্যক্তি বলে অভিযোগ। যা দেখতেই চিৎকার শুরু করেন বাড়ির লোকজন। এরপরেই আশপাশের লোকেরা ছুটে এসে হিন্দিভাষী ওই ব্যক্তিকে পাকড়াও করে। ইলেকট্রিকের পোলে বেঁধে রেখে চলে বেধড়ক মারধরের ঘটনা। যার কাছ থেকে একটি ধারালো চাকু সহ কিছু নেশার সামগ্রী উদ্ধার করেছে বাসিন্দারা। এদিন দুপুরে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌছে উত্তেজিতদের হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে কুমারগঞ্জ থানার পুলিশ। যার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চাকুও। তবে কি কারণে বা কোথায় এসেছিল সেই ব্যক্তি তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
কুমারগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা। যার কাছ থেকে একটি চাকু উদ্ধার হয়েছে। তবে কি কারণে সে এখানে এসেছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি শুরু করা হয়েছে জোর তদন্তও।