সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ ডিসেম্বর: ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বাবাকে খুঁজতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালো ছেলে ও তার সঙ্গী। মোটর বাইকের সঙ্গে ডাম্পারের ধাক্কায় তাদের মৃত্যু হয়। আহত হয় অপর এক সঙ্গী।
স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল দুপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান পুরুলিয়ার সাঁতুড়ি থানার ঘোড়ামুর্গা গ্রামের বুধন মন্ডলের বাবা। সন্ধে পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় বুধন মন্ডল মোটর বাইকে করে গ্রামেরই দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাবার খোঁজ শুরু করেন। বাবা বাঁকুড়া চলে গিয়ে থাকতে পারেন এই অনুমান করে তারা তিন জন বাইক নিয়ে বাঁকুড়ার সম্ভাব্য জায়গায় খোঁজ চালান। তার খোঁজ না পেয়ে গভীর রাতে ৩ জনই বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। ছাতনা থানার তিলনা এলাকায় একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা হয় মোটর বাইকের। ডাম্পারের ধাক্কায় ৩ জনই ছিটকে পড়েন।
ছাতনা থানার পুলিশ খবর পেয়ে ৩ জনকে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসকরা বুধন মন্ডল ও বিপদ তারণ ঘোষালকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম বাপি ঘোষকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় শোকে ভেঙে পড়েছেন তিন পরিবারের সদস্য ওআত্মীয়রা।

