করোনা আবহে ২০২১ সালের বইমেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা বইপ্রেমীদের

রাজেন রায়, কলকাতা, ৭ নভেম্বর: চলতি বছরে করোনা আবহে সমস্ত উৎসব-মেলাতেই যেখানে বাঁধন পড়ছে, সেখানে এবারে অনিশ্চিত হয়ে পড়ল কলকাতা আন্তর্জাতিক বইমেলার ভবিষ্যৎও। আগামী বছর ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। যা চলার কথা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী বছর ভ্যাকসিন চলে এলেও কতটা সুষ্ঠুভাবে এই মেলার আয়োজন হবে, তা নিয়ে সংশয়ে প্রকাশকরাই।

চলতি বছর বইমেলার থিম নির্ধারন হয়েছিল পড়শি দেশ ‛বাংলাদেশ’। অন্যান্য বছরের মতো এই বছরও বিদেশি পাবলিশারদের স্টল, অসংখ্য ছোট-বড় পাবলিকেশন হাউজ, লক্ষ্য লক্ষ্য বই-এর সম্ভার নিয়ে জমজমাট হওয়ার কথা ছিল বইমেলা। কিন্তু করোনা বিধি মেনে কিভাবে বইমেলা করানো যায় তাই নিয়েই এখন চিন্তার ভাঁজ পড়েছে কর্তৃপক্ষের কপালে।

গিল্ডের সাধারণ সম্পাদক শুধাংশু শেখর দে জানান, “এখনও পর্যন্ত সরকারের তরফে এই নিয়ে আমাদের কিছু জানানো হয়নি। কিন্তু, আশা রাখছি কোভিড প্রোটোকল মেনে, দর্শকদের সুরক্ষার বিষয়ে নজর দিয়ে কীভাবে ভিড়-জমায়েত এড়িয়ে বইমেলা অনুষ্ঠিত করা যায় তার একটা অন্তত উপায় বের হবে।”

অন্যদিকে, বুকসেলার্স এবং পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, “যদি বইমেলা আদৌ হয় তবে তা নির্ভর করবে আগামীদিনের কোভিড পরিস্থিতির ওপর। ঠিকসময় যদি তা অনুষ্ঠিত হলেও বইমেলা তো আর দুর্গাপুজোর মণ্ডপের মতো দর্শকশূন্য হতে পারে না! সময়ই বলবে কি হতে চলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *