আমাদের ভারত, হাওড়া, ১১ ডিসেম্বর: রাজ্যের ১০ বছরের রিপোর্ট কাড মানুষের কাছে পৌঁছে দিতে শুক্রবার
রাজ্যজুড়ে শুরু হল বঙ্গধ্বনি যাত্রা। এদিন রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই পদযাত্রাকে ঘিরে ঢল নামল মানুষের।
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়া মহকুমার প্রতিটি বিধানসভায় এই পদযাত্রা সংগঠিত হয়। তবে পদযাত্রার আগে বিধায়করা সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সরকারের রিপোর্ট কাড পেশ করেন। এদিন বিকেলে উলুবেড়িয়া পূর্ব বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলির নেতৃত্বে বিশাল পদযাত্রা হয় উলুবেড়িয়ায়। ফুলেশ্বর বাসষ্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়ে কালসাপা বাজারে শেষ হয়। পদযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িযা পুরসভার প্রশাসক অভয় দাস, প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য আব্বাস উদ্দিন খান, উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি বেনু কুমার সেন। এদিন এই পদযাত্রায় প্রায় ১০ হাজার মানুষ সামিল হয়।
অন্যদিকে, এদিন বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার কৈজুড়ি থেকে কুলগাছিয়া পর্যন্ত পদযাত্রায় নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক পুলক রায়। পদযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল কর, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। এদিনের এই মিছিলে প্রায় ২০ হাজার মানুষ সামিল হয়।
অপরদিকে, এদিন বাগনানে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর বিধায়ক অরুণাভ সেনের নেতৃত্বে বিশাল পদযাত্রা সংগঠিত হয়। পদযাত্রা বাগনান কলেজের সামনে থেকে শুরু হয়ে মানকুড় মোড়ে শেষ হয়। এদিনের এই পদযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বাগনান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন, তৃণমূল নেতা মানস বোস, চন্দ্রনাথ বোস সহ অন্যান্যরা। এদিনের এই পদযাত্রায় প্রায় ৩০ হাজার মানুষ সামিল হয়েছিল।
এদিন উদয়নারায়ণপুরে ৪০ হাজার মানুষকে নিয়ে বিশাল বঙ্গধ্বনি পদযাত্রা অনুষ্ঠিত হল। এদিন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর বিধায়ক সমীর পাঁজার নেতৃত্বে জয়নগর থেকে পেড়ো বাজার পযন্ত পদযাত্রা হয়।
অন্যদিকে, এদিন উলুবেড়িয়া উত্তর বিধানসভায় আমতায় পদযাত্রায় নেতৃত্ব দেন মন্ত্রী ডা: নির্মল মাজি, শ্যামপুরে পদযাত্রায় নেতৃত্ব দেন বিধায়ক কালীপদ মন্ডল, জয়পুরে পদযাত্রায় নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা জেলার মুখপত্র সুকান্ত পাল।