স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ ডিসেম্বর: তেহট্ট বিধানসভায় বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি পালন করল তৃণমূল। আজ ছিন্নমস্তা মন্দিরের কাছ থেকে মিছিল শুরু হয়। সেই মিছিল শেষ হয় কৃষ্ণরায় মন্দিরে। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক গৌরী শঙ্কর দত্ত। মিছিল শেষে বিধায়ক একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার সাথে এই দশ বছরে তেহট্টে কি কি উন্নয়ন হয়েছে তার খতিয়ান তুলে ধরেন।

তিনি বলেন, এই দশ বছরে এখানে সরকারি কলেজ, আইটিআই কলেজ, পলিটেকনিক কলেজ, স্টেডিয়াম, দমকল কেন্দ্র, আদালত ভবন, পার্ক, শ্মশান সহ অনেক উন্নয়ন হয়েছে। এর সাথে বেতাইকে ধরলে নদিয়া জেলার শ্রেষ্ঠ স্টেডিয়াম বা কল্যাণীর সমতুল্য হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়াম নির্মিত হয়েছে। যা উদ্বোধনের অপেক্ষায় আছে। তেহট্ট বেতাইয়ের মোড়ে ট্রাফিক ওয়ার্ডেন তৈরি হয়েছে। নাজিরপুরে হাসপাতাল পুনর্নির্মিত হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সেটাকে আধুনিক হাসপাতালের চেহারা দেওয়া হয়েছে। তেহট্ট হাইস্কুলের সামনে একটা বিনোদন পার্ক তৈরীর কাজ প্রায় শেষের মুখে। তেহট্ট এসডিও অফিসে আরটিও অফিস চালু হয়েছে। যেখান থেকে সমস্ত নতুন গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও পুরনো গাড়ির ড্রাইভিং লাইসেন্স রিনুয়াল করা যাবে।

