বঙ্গধ্বনি যাত্রায় জমজমাট উলুবেড়িয়া

আমাদের ভারত, হাওড়া, ১৫ ডিসেম্বর: রাজ্য সরকারের ১০ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যজুড়ে শুরু হয়েছে বঙ্গধ্বনি যাত্রা। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ৪ হাজার তৃণমূল নেতৃত্ব ২৯৪টি বিধানসভার ২.৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১ কোটি পরিবারের কাছে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন। ১০ দিনের এই কর্মসূচিতে বিধায়ক, পুরসভার প্রশাসক, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধানসভা কেন্দ্রের সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ তৃণমূল নেতৃত্ব প্রতিটি বিধানসভা এলাকায় ৩টি দলে ভাগ হয়ে প্রচার করবেন।

মঙ্গলবার সকাল থেকেই উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বঙ্গধ্বনি যাত্রায় পা মেলালেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। এদিন বিধায়ক এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি রাজ্যের উন্নয়নের রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দেন।

অন্যদিকে, এদিন সকাল থেকেই উলবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সরকারের উন্নয়ন প্রচার করেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। এদিন তিনি সাধারণ মানুষের কাছে সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরেন।

এদিন সকালে উলুবেড়িয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বঙ্গধ্বনি যাত্রায় পা মিলিয়ে সরকারের উন্নয়ন মূলক প্রকল্পের প্রচার করেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, প্রশাসক বোর্ডের সদস্য আব্বাস উদ্দিন খান, আকবর শেখ, ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বেনু কুমার সেন, মহিলা নেত্রী শুক্লা ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *