আমাদের ভারত, ঘুটিয়ারী, ১৫ নভেম্বর: পঞ্চায়েত প্রধানকে খুনের ছক। এলাকার লোকজন বাধা দিতে গেলে ব্যাপক বোমা ও গুলিবর্ষণ হয় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বনমালীপুর গ্রামে। খবর পেয়ে জীবনতলা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এলাকায় হেরোইন ও অন্যান্য মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন স্থানীয় নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সরদার। সেই কারণেই বারে বারে সালাউদ্দিন এর উপরে হামলার ছক কষছে অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা। এই এলাকায় পিন্টু লস্কর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তার সাথে তার বোন রহিমা লস্করও এই মাদক করবার করছে। সেই ঘটনার প্রতিবাদ করতেই সালাউদ্দিনের উপর হামলার পরিকল্পনা করে অভিযুক্তরা।
আজ সকালে জীবন তলায় দলীয় মিটিং এ গিয়েছিলেন সালাউদ্দিন। সেখানে গিয়ে তিনি খবর পান, বনমালীপুর মাদ্রাসার কাছে কিছু দুষ্কৃতী জড়ো হয়েছে। ফেরার পথে তারা হামলা চালাতে পারে বলে আশঙ্কা। সেই খবর পেয়ে দলীয় মিটিং শেষে অন্যপথে ফেরেন সালাউদ্দিন। কিন্তু এলাকায় ফিরে তুমি খবর পান দুষ্কৃতীরা এলাকায় বোমা বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে। সেই খবর পেয়ে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে যেতেই আচমকা তাদের উপরে বোমা বন্দুক নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। মুহুর্মুহ বোমা ও গুলি চলতে থাকে এলাকায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। গ্রামবাসীদের কয়েকটি বাইক ভাঙ্গচুর করে দুষ্কৃতীরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়েই এলাকায় এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পালিয়ে যায় দুষ্কৃতীরা। সেই সময় একজনকে ধরে ফেলেন স্থানীয় মানুষজন। পরে এলাকায় তল্লাশি চালিয়ে দুই মহিলা সহ আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং চলছে।