গোপানগরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ জুলাই: বিজেপির নির্বাচনী এজেন্টের বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার দিঘারী এলাকায়। নির্বাচনী এজেন্টের নাম শান্তনু মুখার্জি।

গোপালনগর থানার অন্তর্গত দিঘারী গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া এলাকার বাসিন্দা শান্তনু মুখার্জি। তিনি বনগাঁ ব্লকের ২৭ নম্বর বুথের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিলেন। অভিযোগ, বুধবার গভীর রাতে তার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকজন তিন রাউন্ড গুলি ও বোমা ছাড়ে বলে অভিযোগ। শান্তনুবাবুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি গুলির খোল। ঘটনাস্থলে এসে গুলির খোল উদ্ধার করে নিয়ে যায় গোপালনগর থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আতঙ্কের ছাপ শান্তনুবাবু ও তার পরিবারের মুখে। শান্তনুবাবু বলেন, বিজেপি করার কারণে তার বাড়ি লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এইভাবে গুলি ও বোমা ফেলেছে। খবর পেয়ে শান্তনুর বাড়িতে যান বিজেপির বনগাঁ জেলা সাংগঠনিক সভাপতি সহ বিজেপির প্রতিনিধি দল। অভিযোগ, এখানে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। দীঘারি পঞ্চায়েতের এবার উপপ্রধান এসটি সংরক্ষিত। কিন্তু তৃণমূল কোনো এসটি পঞ্চায়েত সদস্য নেই। ফলে আমাদের সদস্যকে নেওয়ার জন্য এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করতে চাইছে তৃণমূল। বিজেপির কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে। আমাদের নির্বাচনী এজেন্ট শান্তনুর বাড়িতে বোমা মেরেছে ও গুলি ছুড়েছে।

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বনগাঁয় বিজেপির পায়ের নিচে মাটি নেই। সব জায়গায় তারা হেরে গিয়েছে। ফলে কর্মীদের মনোবল বাড়ানোর জন্য সহানুভূতি ও মনবল বাড়ানোর জন্য এই সমস্ত মিথ্যা অভিযোগ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *