প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৭ জুন: নির্বাচনের পরবর্তী হিংসা অব্যাহত ভাটপাড়া-জগদ্দলে। রবিবার গভীর রাতে ফের বোমাবাজির ঘটনা ঘটল জগদ্দল বাজার শিব মন্দির এলাকায়। রাতের অন্ধকারে এক দল দুষ্কৃতী ওই এলাকায় ব্যাপক ভাঙ্গচুর ও বোমাবাজি চালায়। এদিন দুষ্কৃতীরা দুটি দোকান এবং তিনটি বাইক ভাঙ্গচুর করে। নিত্য দিনের এই দুষ্কৃতী তাণ্ডব ও ব্যাপক বোমাবাজির জেরে আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ী মহল। সেই সঙ্গে দুষ্কৃতীদের ধরতে এলাকায় চলছে পুলিশি অভিযান। আর এই অভিযানের নাম করে পুলিশ কিছু নিরীহ মানুষকে তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসীরা। আর এর প্রতিবাদে সোমবার সকালে দেড় ঘন্টা মেঘনা জুটমিল গেটের সামনে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত ব্যবসায়ী ও এলাকাবাসীরা। এদিন ক্ষিপ্ত এলাকাবাসীরা ঘোষ পাড়া রোডের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।
এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংসদ অর্জুন সিং। ঘটনাস্থলে পৌঁছে অর্জুন সিংয়ের সাথে পুলিশ কর্মীদের বচসা বেধে যায়। পুলিশের সাথে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। এদিন অর্জুন সিং বলেন, “ভোট মিটে গেলেও কিছুতেই গণ্ডগোল থামছে না। দুষ্কৃতীদের নিয়ন্ত্রনে আনতে পারছে না পুলিশ। উল্টে পুলিশি অভিযানের নামে সাধারণ মানুষকে ধরছে। তবে এই ভাবে চললে খুব সাধারণ মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবেন।” অবশেষে পুলিশ প্রশাসন ও সাংসদ অর্জুন সিং এর আশ্বাসে অবরোধ উঠে যায়।