আমাদের ভারত, আরামবাগ, ৬ ফেব্রুয়ারি: পৌর ভোট ঘোষণা হওয়ার পরেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারের বাড়িতে বোমাবাজি। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাদলকোন এলাকায়। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ গিয়ে উদ্ধার করে পরিত্যক্ত বোমা। বোমার আঘাতে বাড়ির কাঁচের জানলা ও দরজা ভেঙ্গে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আরামবাগ ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার কার্তিক দাসের বাড়িতে গতকাল গভীর রাতে হঠাৎ বোমাবাজি করার অভিযোগ ওঠে বেশকিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে এই বোমাবাজিকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ও ঘোষিত প্রার্থী তুষার কার্ফার গোষ্ঠীদ্বন্দ্ব বলেই মনে করছেন এলাকাবাসী। এই ঘটনায় বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে আরামবাগ থানার পুলিশ।

এদিন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কার্তিক দাস বলেন, প্রথমে আমার বাড়ির জানলায় বোমা ছোড়ে, বাড়ির জানলা ভেঙ্গে যায়। আমরা দরজা খুলে বের হতেই দুষ্কৃতিরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় দরজার সামনে বোমাগুলি রেখে যায় যাতে বের হতেই বোমায় পা লেগে ফেটে আহত হই। তবে কার্তিক দাস বলেন, পুলিশকে সমস্ত বিষয় জানিয়েছি। বাড়ির সিসি টিভি ফুটেজ দেখে তদন্তের জন্য বলেছি, অপরাধীদের শাস্তি হোক এটাই চাই।

