আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৯ জানুয়ারি: জলঙ্গীতে এনআরসি ও সিএএ বিরোধী বনধ সমর্থকদের উপর বোমাবাজি। ঘটনায় মৃত দুই ও জখম একাধিক। বুধবার
এনআরসি ও সিএএ’র বিরুদ্ধে ভারতীয় নাগরিক মঞ্চের পক্ষ থেকে জলঙ্গি ব্লকের সাহেবনগরে বনধ পালন করা হচ্ছিল। সেই সময় জলঙ্গি উত্তর ব্লক তৃণমূল সভাপতি তহিরুদ্দিনের নেতৃত্বে সাহেবনগর বাজারে বোমাবাজি করা হয় বলে বিক্ষোভকারীদের বলে অভিযোগ। তৃণমূল কর্মীরা রাস্তায় বোমাবাজি ও গুলি চালায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। জখম হয়েছেন বেশ কয়েকজন।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম আনারুল বিশ্বাস (৬০)। তিনি বিশ্বাসপাড়ার বাসিন্দা। সালাউদ্দিন সেখ (১৭)। টোটো চালক মেজারুল রহমান গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিশ পৌঁছয়।
বনধ সমর্থকদের অভিযোগ, সাহেবনগরের পঞ্চায়েত প্রধান তামান্না ইয়াসমিন স্বামী মিলটন মন্ডল গুলি চালায় বলে অভিযোগ। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।