স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ ফেব্রুয়ারি: রাত্রিবেলা বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরের বাঘা যতীন পাড়ায়। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে বাঘা যতীন পাড়ার বাসিন্দা গোপীনাথ বিশ্বাসের বাড়ির সামনে বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিযোগ, দুষ্কৃতিরা তিনটি বোমা মারলেও একটিও ফাটেনি।ঘটনার পর বুধবার সকালে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন গোপীনাথ বাবু। তবে কে বা কারা এই কাজ করেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।