সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ এপ্রিল: বারাসতে বোমাতঙ্ক! জেলা শাসকের দফতরে এল ই- মেইল। যা দেখে আতঙ্ক ছড়ালো এলাকায়।
সাত-সকালেই তুমুল হইচই পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার বারাসত জেলাশাসকের দফতরে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট ই- মেইলে বোমা রাখা আছে বলে অভিযোগ আসে। তারপরই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। চলে পুলিশ কুকুর নিয়ে লাগাতার তল্লাশি। বুধবার সকাল এগারোটা নাগাদ জেলাশাসকের অফিসে একটি বম্ব-‘থ্রেট’ ই- মেউল আসে। সঙ্গে-সঙ্গে জেলা-শাসক শরৎ কুমার দ্বিবেদী বারাসত পুলিশ জেলার পুলিশ সুপারকে জানান। সেই সময় যারা অফিসে ঢুকছিলেন বা বেরচ্ছিলেন মেটাল ডিটেক্টরের মাধ্যমে তাঁদের চেকিং করা হয়। খুলে দেখা হয় ব্যাগ। অফিসের কোনায়-কোনায় কার্যত চলে চিরুনি তল্লাশি। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি চালানো হয় পুলিশ কুকুর দিয়ে। কিন্তু কোথাও থেকে কোনও কিছু মেলেনি বলেই খবর। কিন্তু কে বা কারা এই ই- মেইল পাঠালো, কেনই বা পাঠানো হল এমন ধরনের ই- মেইল তার তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ।
অফিসে আগত এক ব্যক্তি বলেন, “বুঝতে পারছি না। তবে আমায় চেকিং করে ঢোকাল। কিন্তু কেন ঢোকালো জানি না।” বস্তুত, এই বোমাতঙ্কের ঘটনা নতুন নয়। এর আগেও বিমানবন্দর, কখনও বা জাদুঘরে বোমা রাখার খবর ছড়িয়ে পড়ে। কিন্তু কোথাও কিছু মেলেনি।