স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ মার্চ: ভোটের ফলাফল ঘোষণা হওয়ার আগেই সাত সকালে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুরের ১৪ নম্বর ওয়ার্ডের। সূত্রে জানা যায়, মঙ্গলবার সাত সকালে শান্তিপুরের ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তন্তুবায় স্কুলের পেছনের মাঠে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা, যা নিয়ে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, এরপর ওই তাজা বোমাটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ।

যদিও আগামীকালই শান্তিপুর পৌরসভার পৌর নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। আর তার ২৪ ঘণ্টা আগেই খোলা মাঠ থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। কে বা কারা এই তাজা বোমা ফেলে গেল তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

