জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর দিন টাইম বোমাক ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার শেরহাটি এলাকায়। বৃহস্পতিবার সকালে ওই এলাকার এক সিমেন্ট ও রড ব্যবসায়ী কার্তিক গাঁতাইতের কাছে একটি উড়ো ফোন আসে। কার্তিক বাবু জানিয়েছেন, ফোনে হিন্দি ভাষী এক ব্যক্তি গোডাউনে কি রাখা আছে তা দেখে আসতে বলে। সেইমতো কার্তিক বাবু গোডাউনে গিয়ে দেখেন টাইম বোমার আকৃতির দুটি বস্তু যেখানে রাখা আছে। এর পরেই তিনি বিষয়টি পাঁশকুড়া থানার পুলিশকে জানান। এই মুহুর্তে বিশাল পুলিশবাহিনী এলাকা ঘিরে রেখেছে। কলকাতা থেকে বম স্কোয়াডের লোকজন ঘটনাস্থলে এসে পৌঁছেছে বলে জানা গিয়েছে।