আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৯ আগস্ট: মুর্শিদাবাদে বোমার মশলা উদ্ধারের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। মুর্শিদাবাদের জলঙ্গী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভাদুরিয়াপাড়া বাজার মোড়ে একটি টোটো আটক করে। তাতে তল্লাশি চালিয়ে প্রায় তিন কেজি বোমার মশলা উদ্ধার করে। এই ঘটনায় বাজারের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। যদিও জলঙ্গীর পুলিশ সূত্রে তদন্তের স্বার্থে ধৃতদের পরিচয় গোপন রাখা হয়েছে৷

