আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩০ মার্চ: ফের মুর্শিদাবাদ জেলাতে তাজা বোমা উদ্ধার। ময়ূরাক্ষী নদীর ধার থেকে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বিন্দারপুর গ্রামের কাছে। বিধানসভা নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। ড্রামে কত গুলি বোমা রয়েছে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। জেলা বম্ব ডিস্পোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তারা বোমাগুলি নিস্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

