স্নেহাশীষ মুখার্জি আমাদের ভারত, নদীয়া, ১৭ এপ্রিল:
তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ তৃণমূল কর্মী সমর্থকদের।
অভিযোগ রানাঘাট উত্তরপূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দারের গাড়ি লক্ষ্য করে গতকাল রাতে দুষ্কৃতীরা বোমা মারে। তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দার অভিযোগ করেন তার গাড়ি লক্ষ্য করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই বোমাবাজি করেছে। তার প্রতিদ্বন্দ্বি বিজেপির প্রার্থী অসীম বিশ্বাস এর আগেও একাধিকবার ওই এলাকায় তৃণমূল কর্মীদের উপরে হামলা চালিয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে গাড়ি করে বের হন সমীর কুমার পোদ্দার, অভিযোগ এর পরেই পেছন থেকে দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে বোমা বাজি করে।

ঘটনার পর থেকেই ওই এলাকায় প্রচুর তৃণমূল কর্মী সমর্থক রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। অবরুদ্ধ হয়ে পড়ে দত্তপুলিয়া থেকে পানি খালির একমাত্র রাস্তা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। উত্তেজিত হয়ে ওঠে তৃণমূল কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানতলা থানার পুলিশ।


