আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৫ আগস্ট: মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির গাড়ি লক্ষ্য করে বোমা। ঘটনায় আহত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা শাহ আলম সরকার। রবিবার সন্ধেয় এই ঘটনা ঘটে। শাহ আলম সরকার ছাড়াও ঘটনায় জখম হয়েছেন মোট তিনজন। আহতরা বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনায় বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যদিও বিরোধীদের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। শাহ আলম সরকার রানিনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি রানিনগর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি।
রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন বলেন, শাহ আলম সরকার আমার নির্বাচনী এজেন্ট ছিলেন। শাহ আলম সরকারকে শেষ করার পরিকল্পনা করে বিজেপি। কংগ্রেস এবং সিপিএম একসাথে এই ঘটনা ঘটিয়েছে। সৌমিকের দাবি, এখানে কোনও গোষ্ঠী কোন্দল নেই।
আহত নেতা এবং গাড়ির চালক ও শাহ আলম সরকারের এক সঙ্গীকে নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানান, গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক। হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে গাড়ির সামনের অংশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত হয়েছেন তৃণমূল নেতার নিরাপত্তারক্ষীও। বর্তমানে রানিনগরের অবস্থা উত্তপ্ত। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।