পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: পশ্চিম মেদিনীপুরের দাঁতনের খন্ডরুইতে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ। চাঞ্চল্য ছড়াল এলাকায়।ঘটনাস্থলে উপস্থিত বেলদা মহকুমা পুলিশ আধিকারিক।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার খন্ডরুই এলাকায় আবু তাহের মল্লিক নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে হঠাৎই বোমা বিস্ফোরণে উড়ে যায় বাড়ির রান্নাঘরের একাংশ। ওই বোমা বিস্ফোরণে পাশে থাকা মসজিদের জানালার কাঁচও ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। ঘটনায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। তবে কীভাবে ঘটল এই বিস্ফোরণ তার কারণ এখনো অজানা।
ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক শামিম বিশ্বাসের নেতৃত্বে দাঁতন থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়।জিজ্ঞাসাবাদের জন্য আবু তাহেরের ছেলেকে আটক করে দাঁতন থানার পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ।