বলিউডি কায়দায় অপহরণ, পুলিশি জালে অপহরণকারী, উদ্ধার ডানকুনির অপহৃত যুবক

আমাদের ভারত, হুগলী, ২০ জুন: বলিউডি কায়দায় অপহরণ। রুপোলী পর্দার ধাঁচেই রাউডি পুলিশের জালে অপহরনকারী, উদ্ধার অপহৃত। সোমবার শ্রীরামপুর আদালতে অপরহণকারীকে তোলা হলে আদালত ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

ধৃতের নাম রাহুল সামন্ত। বাড়ি আরামবাগ মহকুমার খানাকুলে। অপহৃত যুবকের নাম সেখ বাবাই। বাড়ি নীচ ডানকুনি এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, অন্ধ্রপ্রদেশে সোনার কারিগর হিসাবে কর্মরত ছিলেন ডানকুনির সেখ বাবাই। সেখানেই খানাকুলের বাসিন্দা রাহুলের সাথে পরিচয় হয় বাবাইয়ের। দিনকয়েক আগে বাবাই ফিরে আসে বাড়িতে। এরপরই ঘুরতে যাওয়ার নাম করে রাহুলের ফোন আসে বাবাইয়ের কাছে। রাহুলের কথামত বাবাই হাওড়া পৌঁছে সেখান থেকে রাহুলের গাড়িতে ওঠে। গাড়িতে রাহুলের একাধিক সাগরেদ ছিল। গাড়ি কিছুদূর যেতেই বাবাইয়ের মাথায় অস্ত্র ঠেকানো হয়। এরপরই বাবাইয়ের ফোন দিয়ে বাবাইয়ের বাবাকে ফোন করে ছেলের মুক্তিপণ বাবদ ১লক্ষ টাকা ও বাবাইয়ের ২লক্ষ টাকা মূল্যের নতুন মোটর বাইকটি চাওয়া হয়। বাবাইয়ের পরিবার ডানকুনি থানার দ্বারস্থ হয়।

পুলিশের কথামত গতকাল অপহরণকারীদের দাবি মত টাকা দিতে রওনা দেয় বাবাইয়ের বাবা। পিছু নেয় পুলিশও। দুপুর ২টো থেকে রাত ২টো পর্যন্ত নানাভাবে ঘুরিয়ে বম্বে রোডের পাশে একটি ঘরে আসতে বলে বাবাইয়ের বাবাকে। তিনি ওই ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই চারিদিক থেকে পুলিশ ঘরটি ঘিরে ফেলে। এরপর পুলিশ অফিসাররা ভিতরে ঢুকে রাহুলকে ধরে ফেলে। তবে বাকিরা পালিয়ে যায়। উদ্ধার করা হয় অপহরণকারীকে। সোমবার ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে আদালতে তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *