সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
২৯ ডিসেম্বর::গল্ফগ্রিনের পর এবার বারাসত থেকে উদ্ধার হলো মানব দেহের টুকরো টুকর অংশ। রবিবার সকালে উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাছে একটি পুকুর থেকে উদ্ধার হল মানব দেহের ছিন্নভিন্ন অংশ। পুকুরের প্লাস্টিক থেকে বিকট দুর্গন্ধ আসায় এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। তারপরই বারাসত থানার পুলিশ এসে প্লাস্টিকটি উদ্ধার করে। পুলিশের অনুমান মানুষের শরীরের একাধিক কাটা অংশ রয়েছে ওই প্লাস্টিকে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বারাসত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুরের কাছে একটি পুকুরের মধ্যে ভেসে থাকতে দেখা যায় কিছু প্লাস্টিক। ঘনবসতিপূর্ণ এলাকায় সেই প্লাস্টিক থেকেই ভেসে আসছিল বিকট দুর্গন্ধ। এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় বারাসত থানার পুলিশকে। গত শনিবার রাতেই পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহের কাটা অংশ প্লাস্টিক বন্দি অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু তারপরেও বিকট দুর্গন্ধে নাজেহাল হয়ে পড়ছিল এলকাবাসীরা। ফলে রবিবার সকালে ফের ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুকুর থেকে আবারও উদ্ধার হয় তিনটি প্লাস্টিক। অনুমান করা হচ্ছে ওই প্লাস্টিকে রয়েছে মানব দেহের অংশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। রহস্যজনক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
উলেখ্য, চলতি মাসেই গল্ফগ্রিনের এক আবর্জনার স্তুপ থেকে প্লাস্টিকের ভিতর থেকে উদ্ধার হয়েছিল মহিলার কাটা মাথা। হাড়হিম করা সেই ঘটনায় আতঙ্কে রয়েছে শহরবাসী। এবার বারাসতের এক পুকুর থেকে একইভাবে প্লাস্টিক মোড়া অবস্থায় উদ্ধার হলো মানুষের শরীরের বিভিন্ন অংশ। স্বাভাবিকভাবেই একের পর এক এরকম ঘটনায় নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠছে শহর তথা সারা
রাজ্যজুড়ে।