স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২ জানুয়ারি: বর্ষবরণের প্রথম রাতেই আম বাগানের ভিতর থেকে উদ্ধার এক যুবকের রক্তাক্ত দেহ। প্রাথমিকভাবে অনুমান মদের আসরে খুন হয়েছে ওই যুবক। ওই যুবকের নাম অমিত কুমার রাভা, বয়স ত্রিশ বছর। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার কদমপুর এলাকায়।
জানা যায়, শান্তিপুর থানার বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন তালতলা পাড়ার সুজন দাসের বাড়িতে দিন কয়েক আগেই কাজে এসেছিলেন ওই যুবক। মৃত অমিত কুমার রাভার বাড়ি কোচবিহারে। পেশায় তাঁত শিল্পী। গতকাল রাতে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। কদমপুর সংলগ্ন আমবাগানে ওই মৃতদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। যে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয় তার পাশেই পড়েছিল মদের বোতল।
এলাকাবাসীর দাবি প্রায়শই ঐ আমবাগান এলাকায় একাধিক যুবক এসে মদ্যপান করে। তাই এলাকাবাসী এবং প্রশাসনের প্রাথমিক অনুমান মদের আসরে বচসার জেরে ওই যুবক খুন হয়ে থাকতে পারে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে স্পষ্ট বোঝা যাবে ওই যুবক খুন হয়েছে কি না।

