আমাদের ভারত, আরামবাগ, ১৪ জানুয়ারি: খাল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করলো আরামবাগ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি আরামবাগ পৌরসভার আমতলা এলাকার।
এলাকার বাসিন্দাদের কাছে জানাগেছে, বুধবার সকালে এলাকার মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান এক ব্যক্তির দেহ খালের জলের মধ্যে পড়ে থাকতে।এরপর আরামবাগ থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে। তবে কিভাবে এখানে এই ব্যক্তির দেহটি এল তা নিয়ে এলাকায় সন্দেহ দানা বেঁধেছে। এই ঘটনায় আরামবাগ থানার পুলিশ তদন্ত নেমেছে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

